মো’মেনগণ আল্লাহ্ ও মানুষের সেবার জন্য বাঁচিতে চায় এবং বাঁচার প্রয়োজনে খায়, কিন্তু কাফেরগণ কেবল খাবার জন্যই বাঁচিয়া থাকে, অন্য কোন উচ্চ উদ্দেশ্যে নহে। তাহারা পশুর স্তর হইতে উর্ধ্বে উঠিতে পারে না, কেননা তাহাদের সকল চিন্তাভাবনা বস্তুবাদিতাকে ঘিরিয়া আবর্তিত হইতে থাকে।