বেহেশতের আশীর্বাদের পূর্ব-স্বাদ মো’মেনগণ ইহলোকেই পাইয়াছিলেন, এই অর্থে যে, কুরআনে পরকালের যে সকল আধ্যাত্মিক আশীর্বাদ ও অনুগ্রহসমূহের উল্লেখ করা হইয়াছে, ঐ সব কিছুই বস্তুর আকারে মো’মেনগণ ইহকালে ভোগ করিয়া গিয়াছেন। এই আয়াতের অন্য অর্থ ইহাও হইতে পারে যে, মো’মেনগণ ‘ঐ বাগানের’ আধ্যাত্মিক পূর্ব-স্বাদ আগেই পাইয়াছিল, কেননা কুরআনে তাহাদের জন্য বেহেশ্তের যে প্রতিশ্রুতি রহিয়াছে, সেই প্রতিশ্রুতি তাহাদের চোখের সম্মুখে তাহারা ইহলোকেই পূর্ণ হইতে দেখিয়াছেন।