যে জিন্ন্দের দলের কথা এখানে বলা হইয়াছে, তাহারা ছিলেন নাসীবীনের ইহুদীদের একটি দল। কেহ বলেন তাহারা আসিয়াছিলেন ইরাকের মওসাল বা নাইনেভা হইতে। মক্কাবাসীদের বিরোধিতার কথা চিন্তা করিয়া তাহারা মহানবী (সাঃ)-এর সাথে রাত্রিতে সাক্ষাৎ করিলেন; তাহারা গাম্ভীর্যের সহিত কুরআন শ্রবণ করিলেন এবং মহানবী (সাঃ)-এর সহিত অনেক কথা-বার্তা বলিলেন। তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া, ইহার নব-বাণীকে নিজেদের লোকের কাছে পৌঁছাইয়াছিলেন। তাহারাও ইসলামের এই নূতন বাণী শ্রবণ করিয়া তাহা গ্রহণ করিলেন (বায়ান, ৮ খণ্ড, আরো দেখুন ৭২ঃ২)।