২৭৩২

কুরআন বার বার ঘুরিয়া ফিরিয়া বিশ্বাসের মৌলিক সমস্যাবলীর আলোচনায় ফিরিয়া আসে এবং নৈতিক ও আধ্যাত্মিক ধরণের বিষয়াদির প্রতি দষ্টি আকর্ষণ করে। বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন দিক হইতে বিষয়টি এই জন্য উত্থাপন করা হয়, যাহাতে বিভিন্ন ধরণের রুচি, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোক সন্দেহ ও সংশয় মুক্ত হইতে পারে। ভাসা-ভাসা চিন্তাসম্পন্ন লোক ও সংস্কারাচ্ছন্ন মন ইহাকে পুনরুক্তির পর্যায়ে ফেলিলেও, প্রকৃত পক্ষে, মানুষের শত-সহস্র সমস্যার দিকে লক্ষ্য করিলে, বারংবার উপস্থাপনের প্রয়োজনীয়তাকে কেহই অস্বীকার করিতে পারিবে না। বরং ঐটাই একমাত্র সঠিক পন্থা।