“আফ্ইদাহ” (হৃদয়সমূহ) “ফুয়াদ” শব্দের বহুবচন। ফুয়াদ ও কল্ব সমার্থক ও উভয় শব্দের দ্বারাই হৃদয়, মন ও বুদ্ধি (মস্তিক) বুঝাইয়া থাকে। কুরআন শরীফেও শব্দ দুইটি সমার্থবোধক রূপে ব্যবহৃত হইয়াছে। ২৮ঃ১১ এ উভয় শব্দকে একত্রে ব্যবহার করা হইয়াছে এবং অর্থ দাঁড়াইয়াছে ‘হৃদয়’। ইহাদের কোন শব্দটি কোথায় হৃদয় বা কোথায় মন অর্থে ব্যবহৃত হইয়াছে, তাহা নির্ধারণ করিতে হইবে প্রসঙ্গ অনুসারে। কোন কোন লেখক ফুয়াদ ও কল্ব শব্দদ্বয়ের মধ্যে অর্থের তারতম্য করিয়া থাকেন। কল্ব শব্দের অর্থের মধ্যে কিছু বিশেষ ব্যাপকতা আছে যাহা ‘ফুয়াদ’ শব্দে নাই। ‘ফুয়াদ’ শব্দটি ‘কলবের’ (গিশা বা ভিআ) মধ্যস্থল বা ভিতরের দিকটা বুঝায়। ‘তারা ফুয়াদুহু’ মানে তাহার মন, বুদ্ধি, সাহস পলায়ন করিল (লেইন)।