ইসরাঈল জাতির মধ্য হইতে মহানবী (সাঃ)-এর জন্য সাক্ষী রহিয়াছেন স্বয়ং মূসা (আঃ)। এই আয়াতে নবী করীম (সাঃ)-এর আগমন সম্বন্ধে মূসা (আঃ) যে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন, সেই ভবিষ্যদ্বাণীর কথাই বলা হইয়াছে। ভবিষ্যদ্বাণীটি হইলঃ ‘আমি উহাদের জন্য উহাদের ভ্রাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ একজন নবী আবির্ভূত করিব এবং তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা সে উহাদিগকে বলিবে। আর আমার নামে সে আমার যে সকল বাক্য বলিবে, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি পরিশোধ লইব’ (দ্বিতীয় বিবরণ-১৮ঃ১৮-১৯)।