২৭১৪-ক

‘প্রত্যেকটি জাতিকে তাহার নিজ নিজ কিতাবের দিকে আহ্বান করা হইবে’ এই বাক্য দ্বারা পূর্ববর্তী আয়াতে বর্ণিত ‘সময়’ দ্বারা জাতির ইহকালের ভাগ্য নির্ধারণের সময়কে বুঝাইতেছে বলিয়া মনে হয়। কেননা, প্রত্যেক জাতিকে তাহাদের ইহকালের কাজের জন্য ইহকালেও বিচার করা হয় এবং পুরস্কৃত বা তিরস্কৃত করা হয়।