২৭১৩

‘দহ্‌র’ অর্থঃ (ক) বিশ্ব-জগতের প্রারম্ভ হইতে ধ্বংস প্রাপ্ত হওয়া পর্যন্ত সময় বা এই সময়ের অংশ বিশেষ; (খ) অদৃষ্ট, (গ) যুগ, (ঘ) দুর্যোগপূর্ণ সময়, মহাবিপদ কাল, (ঙ) রীতি-নীতি ইত্যাদি (লেইন)। এই আয়াত বলিতেছে, অবিশ্বাসীদিগকে যখন বলা হয় যে, মৃত্যুর পরের জীবনে তাহাদিগকে সৃষ্টি-কর্তার কাছে তাহাদের ইহলৌকিক কার্যকলাপের জন্য জবাবদিহি করিতে হইবে, তখন তাহারা বিশ্বাসই করিতে চায় না যে ‘পরকাল’ বলিয়া একটা কিছু আছে। এর বিপরীতে তাহারা মনে করে যে, যাহারা মরে, অন্যেরা আসিয়া তাহাদের স্থান পূরণ করে এবং এই ধারা চলিতে চলিতে এমন এক সময় আসিবে যখন সকল প্রকারের বস্তুই গলিয়া বিনষ্ট ও নিঃশেষ হইয়া যাইবে। তাহাদের মতে ইহাই জীবনের সারকথা, ইহ-জগতই সব কিছু, ইহার পরে আর কোন জীবন নাই।