২৭১১

‘বিষয়’ বলিতে ‘মহানবী (সাঃ)-এর আগমনের বিষয়’ বুঝাইতেছে। এই আয়াতে এই কথাই বলা হইতেছে যে, তাঁহার (সাঃ) আগমনী বার্তার বহু পরিষ্কার ভবিষ্যদ্বাণী মূসা (আঃ)-এর কিতাবে রহিয়াছে। যুক্তি, ঐশী চিহ্নাবলী ও কিতাবের ভবিষ্যদ্বাণীসমূহ নবী করীম (সাঃ)-এর সত্যতাকে সুস্পষ্ট করিয়া দেওয়া সত্বেও ইসরাঈল জাতি তাঁহাকে (সাঃ) প্রত্যাখ্যান করিল। ইহার মূল কারণ হইল তাহাদের ঈর্ষা ও হিংসার মনোভাব। কেননা, ইসরাঈল জাতি ব্যতীত অন্য কোন জাতিতে নবীর আগমন হউক এরূপ কথা ভাবিতেও তাহাদের মনোবেদনা উপস্থিত হয়।