‘নবুওয়াত’ ও ‘কিতাবকে’ পৃথক পৃথক ভাবে উল্লেখ করার মাঝে এই সত্যটি নিহিত আছে যে, মূসা (আঃ)-এর নবুওয়াতের সহচররূপে শরীয়াতওয়ালা কিতাব রহিয়াছে। এই শরীয়াতবাহী কিতাব সম্মানজনকভাবে উল্লেখযোগ্য। কেননা মূসা (আঃ)-এর পরে যাহারা ইসরাঈল জাতির নবী হইয়া আসিয়াছিলেন, তাহারা কেহই নূতন কোন শরীয়াত নিয়া আসেন নাই,বরং ধর্মীয় বিধি-বিধান ও আইন-কানুন বলিতে তাহারা তওরাতকেই অনুসরণ করিতেন, যাহা মূসা (আঃ)-এর কিতাব ছিল (৫ঃ৪৫)।