২৬৯১

আল্লাহ্‌তা’লা নবী করীম (সাঃ)-কে সান্তনা দিতেছেন যে, যদিও শত্রুগণ তাহাকে এখন অত্যাচার ও বিরুদ্ধাচরণ দ্বারা জর্জরিত করিতেছে, তথাপি সময় অতি দ্রুত ঘনাইয়া আসিতেছে যে শত্রুরা তাঁহার পদানত হইয়া পড়িবে। তখন, ইসলাম সারা আরবভূমিতে ছড়াইয়া পড়িবে এবং তথায় শান্তি কায়েম হইয়া যাইবে। যখন ঐ সময় আসিয়া যাইবে, তখন তিনি যেন শত্রুগণকে ক্ষমা করিয়া দেন।