২৬৮৮

আবিদ, আবাদা ক্রিয়ার কর্তারূপ, ‘আবাদা’ অর্থ সে উপাসনা করিল। ‘আবিদা’ ক্রিয়ার কর্তারূপ ও ‘আবিদ’, আবিদা অর্থ সে রাগ করিল, সে অস্বীকার করিল, সে স্বীয় অবহেলার জন্য দুঃখ প্রকাশ করিল, সে তুচ্ছ জ্ঞান করিল (লেইন)। অতএব আয়াতটির অর্থ দাঁড়াইতেছেঃ (ক) যদি আমার সদাশয় প্রভুর সত্যই কোন পুত্র থাকিত, তাহা হইলে আমি নিশ্চয়ই সেই প্রভু-পুত্রকে উপাসনা করিবার জন্য সকলের আগে প্রথম দণ্ডায়মান হইতাম; কেননা আল্লাহ্‌তা’লার একান্ত অনুগত ও বিশ্বস্ত বান্দা হিসাবে আমি তাঁহার পুত্রের প্রতি কখনও অবহেলা প্রদর্শন করিতে পারিতাম না, (খ) আল্লাহ্‌তা’লার পুত্র গ্রহণ যদি সম্ভব হইত, তাহা হইলে এ মর্যাদা প্রাপ্তির অধিকার আমারই সর্বাপেক্ষা অধিক। কেননা, আমি আল্লাহ্‌তা’লার সর্বাপেক্ষা বেশী উপাসনা ও সর্বাপেক্ষা বেশী খেদমত করিয়াছি, (গ) সদাশয় প্রভুর নিশ্চয়ই কোন পুত্র নাই (ইন অর্থ নয়) এবং আমি এই সত্যের প্রথম সাক্ষ্যদানকারী (আবেদীন মানে শাহেদীন বা সাক্ষ্যদাতা), (ঘ) সদাশয় প্রভুর কোন পুত্র নাই। তাহার পুত্র আছে এরূপ কথার সর্বাপেক্ষা ঘৃণাভরে প্রত্যাখ্যানকারী প্রথম ব্যক্তি আমি।