২৬৮০

যখন অবিশ্বাসীরা সুচিন্তিতভাবে ও সজ্ঞানে সত্যের প্রতি তাহাদের চক্ষু ও কর্ণকে বন্ধ করিয়া রাখে, তখন তাহারা পাপের পঙ্কিলতায় গভীর হইতে গভীরে ডুবিতে থাকে এবং পরিশেষে একেবারে তলাইয়া যায়।