২৬৭১

ঐশী ‘যিক্‌র’ আল্লাহ্‌তা’লার নিদর্শনরূপে আসিতেই থাকে, কখনও থামে না। আল্লাহ্‌তা’লার নিদর্শনাবলীকে মানুষ সাধারণতঃ এই অজুহাতে প্রত্যাখ্যান করে, যদি নিদর্শনের আগমন বন্ধ করা হইত, তাহা হইলে প্রথম নবীর আগমনের পর আর কেহই আসিত না বা আর কাহাকেও পাঠানো হইত না। কিন্তু নবীগণ পর পর ক্রমাগতই আসিয়াছেন।