অবিশ্বাসীদিগকে বলা হইতেছে যে, আল্লাহ্তা’লা ইহাই নির্ধারিত করিয়াছেন যে, ইসলাম বিজয় লাভ করিবে। আল্লাহ্তা’লার এই হুকুমকে কেহই বানচাল করিতে পারিবে না। অবিশ্বাসীরা যত বাধা-বিঘ্নই সৃষ্টি করুক না কেন, তাহারা ইসলামের জয়যাত্রা ও অগ্রগতিকে কোন মতেই ঠেকাইয়া রাখিতে পারিবে না।