মানুষের পথ প্রদর্শন ও মঙ্গলের জন্য আল্লাহ্তা’লা দুইটি জিনিষ পাঠাইয়াছেনঃ (১) ধর্মগ্রন্থ অর্থাৎ শরীয়াতের আইন-কানুন, (২) ওজনের পাল্লা যাহা দ্বারা মানুষের সৎ-অসৎ কার্যাবলীর সঠিক মূল্যায়ন, বিচার-বিশ্লেষণ, পরিমাপ ও ওজন করা হয়। “মীযান”(ওজনের পাল্লা) বলিতে মানুষের বিচার-ক্ষমতা ও বিবেক-বুদ্ধিকেও বুঝাইতে পারে যাহা দ্বারা সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়কে মানুষ চিনিতে পারে। বাস্তবিক পক্ষে, ইহ জগতেই (পরকালে তো নিশ্চয়ই) মানুষের সকল কার্যাবলীকে ঐশী তুলা-দণ্ডে মাপা হয়। “মীযান” দ্বারা কুরআনকেও বুঝাইতে পারে, কেননা ভাল ও মন্দকে বিচার করিবার সূক্ষ্ম মাপকাঠি কুরআনে রহিয়াছে। অন্যত্র (৫৭ঃ২৬) যেখানে তিনি নাযেল করিয়াছেন’ শব্দগুলি মীযানের জন্য ব্যবহৃত হইয়াছে সেখানে এই শব্দগুলি লৌহের জন্যও ব্যবহাত হইয়াছে যাহা ‘শক্তির প্রতীক’ ইহা ঐশী ও মানবীয় নিয়মের নির্দেশ করিতেছে।