২৬৪৮

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নির্দেশ প্রাপ্ত হইলেন, তিনি যেন পূর্ববর্তী নবীগণের অনুসারীদিগকে বলেন যে, তিনি (সাঃ) তাঁহার পূর্বে অবতীর্ণ সকল গ্রন্থেই বিশ্বাস রাখেন। অতএব তাঁহার সহিত তাহাদের ঝগড়া-বিবাদ করিবার কোনই হেতু নাই।