২৬৪৪

আল্লাহ্‌তা’লার একত্বের প্রতি অবমাননাকর বিশ্বাসসমূহকে তিনি লক্ষ্য করেন এবং ইহার হিসাবও রাখেন। কিন্তু এইসব ভ্রান্ত বিশ্বাসকে যাহারা কোন মতেই পরিত্যাগ না করে বা অনুতপ্ত না হয়, সেই ক্ষেত্রেই আল্লাহ্‌তা’লা তাহাদিগকে শাস্তি দিবেন!