মানুষের পাপ ব্যাপক, কিন্তু আল্লাহ্তা’লার রহমত এত ব্যাপক যে, এই রহমত তাঁহার অন্যান্য গুণাবলীকে বেষ্টন করিয়া রাখে। মানুষের জন্য ফিরিশ্তাগণের দোয়ার সহিত আল্লাহ্তা’লার কৃপা সম্পৃক্ত হইয়া মানুষকে ঐশী শাস্তির কবল হইতে রক্ষা করে। তাহাকে সময় দেওয়া হয় যাহাতে সে নিজেকে সংশোধন করিবার সুযোগ পায়।