ইসলামের একটা বৈশিষ্ট্য এই যে, ইহা কোনও কিছুকে সামগ্রীকভাবে নিন্দা করে না, বরং ইহাতে সামান্যতম গুণ পাওয়া গেলেও তাহা মুক্তকণ্ঠে স্বীকার করে। ইসলাম কিছুসংখ্যক জিনিষকে ‘হারাম’ (নিষিদ্ধ) ঘোষণা করিয়াছে, ইহার অর্থ এই নয় যে, ইহাদের মধ্যে সামান্য উপকারও নাই। কেননা পৃথিবীতে এমন কিছুই নাই, যাহার মধ্যে কেবলমাত্র অপকারিতাই আছে। নিষিদ্ধ করার কারণ হইল, উপকারিতা হইতে ইহাদের মধ্যে অপকারিতার পরিমাণ অত্যধিক বেশী। মাদক দ্রব্য ও জুয়াতে বিনাশী শক্তির বিপূল আধিক্য থাকার কারণে এই গুলিকে নিষিদ্ধ করা হইয়াছে বটে, কিন্তু তাহা সত্বেও ইহাদের মাঝে যেটুকু সামান্য উপকারিতা আছে, তাহা স্বীকার করিতে কুরআন কুষ্ঠিত হয় নাই।