চামড়া মানুষের কর্মক্ষেত্রে সর্বাপেক্ষা বড় ভূমিকা পালন করিয়া থাকে। কেবল স্পর্শানুভূতিই নয়, অন্যান্য অনুভূতিও ইহার অন্তর্গত। চক্ষু ও কর্ণের পাপ দর্শন ও শ্রবণের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু চামড়ার পাপ শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গকে বেষ্টন করে, কেননা দেহের বাহ্যিক অঙ্গগুলির সবই চর্ম দ্বারা আবৃত।