অবিশ্বাসীদের পাপ ও অপরাধের পেয়ালা যখন পুরাপুরি ভরিয়া যায় এবং আল্লাহ্তা’লার শাস্তির হুকুম তাহাদের বিরুদ্ধে জারি হইয়া যায়, তখন যদি তাহারা বিশ্বাস আনয়ন করেও, তবুও তাহারা শাস্তি হইতে রেহাই পাইবে না। কেননা, তখন তওবা বা অনুতাপ করার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে।