২৬১৮

ভয়-প্রদর্শন ও সতর্কীকরণ জনিত ঐশী ভবিষ্যদ্বাণীগুলি যদিও মূলতবী বা কোন কোনটি বাতিল করা হইয়া থাকে, তথাপি যদি অপরাধী অবিশ্বাসীগণ সীমা ছাড়াইয়া যায় এবং নিজেদের উপর তওবার দরজা বন্ধ করিয়া দেয়, তাহা হইলে তাহাদের জন্য শাস্তি অনিবার্য হইয়া যায় এবং তাহারা শাস্তিতে নিপতিত হয়।