বিশ্বাসী মানুষটির দৃঢ় বক্তব্য ইহাই প্রমাণ করে যে, সত্যিকার বিশ্বাস আনয়নকারীরা নিজেদের প্রত্যয়ে এত দৃঢ়তা রাখেন যে, কোন কিছুই তাহাদিগকে ঐ বিশ্বাস হইতে অপসারিত করিতে পারে না। ঐ পর্বত-সদৃশ অটল বিশ্বাসের কারণেই তাহারা সানন্দে দুঃখ-কষ্ট ও নির্যাতন সহ্য করার শক্তি-সামর্থ্য পাইয়া থাকেন।