২৬০৩

এই বিশ্বাস আনয়নকারী লোকটি তাহার বিশ্বাস আনয়নের কথা এইজন্যই গোপন রাখিয়াছিল, যাহাতে কোন উপযুক্ত সময়ে তাহা প্রকাশ করিতে পারে। যেরূপ সাহসিকতার সহিত তিনি ফেরাউনের লোকজনের সামনে তাহার বিশ্বাস প্রকাশ করিলেন এবং যুক্তি-তর্কের অবতারণা করিলেন তাহাতে এই কথা স্পষ্টই বুঝা যায় যে, এতদিন তিনি যে নিজের বিশ্বাসকে প্রকাশ করেন নাই উহার কারণ ভয়-ভীতি ছিলনা বরং অন্য কিছু ছিল।