ইহা মানুষের স্বাভাবিক প্রকৃতি যে, যখন সে তাহার অপকর্মের জন্য সাজা প্রাপ্তির সম্মুখীন হয়, তখন সে নিজেকে ধিক্কার দিতে থাকে। অবিশ্বাসীগণকে বলা হইতেছে যে, তাহারা যখন শাস্তির মুখামুখী হইবে তখন তাহারাও নিজেদের প্রতি বিরক্ত হইবে। কিন্তু কৃপাময়, দয়াশীল আল্লাহ্তা’লা ইহার চাইতেও বেশী বিরক্ত হইয়াছিলেন যখন তাহারা আল্লাহ্র প্রেরিত বাণীকে অবজ্ঞা প্রদর্শন করতঃ অস্বীকার করিয়াছিল এবং তাঁহার প্রেরিত পুরুষকে বিরোধিতা বশতঃ অত্যাচার করিয়াছিল।