২৫৯

মুসলমানেরা যুদ্ধ করা অপসন্দ করিতেন। তবে এই অপসন্দ তাহাদের ভীতির কারণে নহে, বরং মানুষের রক্তপাত ঘটানোকেই তাহারা অপসন্দ করিতেন। অপসন্দের অন্য কারণটি ছিল এই যে, শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের প্রচার ও বিস্তৃতির যে সুযোগ-সুবিধা থাকে, যুদ্ধাবস্থায় উহা ব্যহত হইয়া যায় এবং বিরূপ মনোভঙ্গী বাড়িয়া যায়।