২৫৮৭

‘ইয়ামীন’ ক্ষমতা ও শক্তির প্রতীক। এই বাক্যটি আল্লাহ্‌তা’লার অসীম শক্তি ও সর্বময় ক্ষমতার প্রতি ইঙ্গিত করিয়া বলিতেছে, আল্লাহ্‌র এই সব মহান গুণাবলীর প্রতি ইহা অপেক্ষা বড় অবমাননা আর কি হইতে পারে যে, মানুষ কাঠের মূর্তি, প্রস্তর ও অপর মানুষকে পূজা করে।