২৫৮

এইখানে বলা হইতেছে যে, তাহারা যাহা ব্যয় করিবে, উহা প্রথমে সদ্ভাবে উপার্জিত হওয়া চাই। যাহা দান করা বা খরচ করা হইবে, উহা ভাল হওয়া চাই অর্থাৎ গ্রহীতার কাছে গ্রহণীয় হওয়া চাই ও তাহার প্রয়োজন মিটাইবার উপযোগী হওয়া চাই। যে উদ্দেশ্য এইরূপ খরচের পিছনে কাজ করে, সেই উদ্দেশ্য সৎ ও প্রশংসনীয় হওয়া চাই।