যদিও পৌত্তলিকগণ চিরাচরিত কুসংস্কারের প্রভাবে মিথ্যা দেব-দেবীর পূজা করে, তথাপি যখন যুক্তি দ্বারা তাহাদিগকে উত্তমরূপে বুঝাইয়া দেওয়া হয়, তখন তাহারাও স্বীকার করে এবং স্বীকার করিতে বাধ্য হয় যে, এই আকাশমালা ও পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই এবং সর্বপ্রকার কর্তৃত্বও তাঁহারই।