যাহারা বহু ঈশ্বরে বিশ্বাস করে, তাহারা ঐ ব্যক্তির ন্যায় যাহার অনেক প্রভু রহিয়াছে। এই প্রভুরা পরস্পর বিরোধী, ঝগড়াটে ও বদমেযাজী। এক প্রভু বলে ডানে যাও, তো অপর প্রভু বলে বামে যাও। এমতাবস্থায়, ঐ ব্যক্তির অবস্থা যেমন অতীব শোচনীয় হয়, বহু দেব-দেবীর উপাসকদের অবস্থাও তেমনি শোচনীয় হয়। তাহারা কখন ঐ একেশ্বরবাদীর মত হইতে পারে না যে মাত্র একজনের সন্তুষ্টি অর্জনের জন্য সেই একজনেরই সেবা করে।