২৫৬৫

গর্ভধারণের প্রথমাবস্থায় মানব-সন্তান যে তিনটি আকৃতি-পূর্ব অবস্থা প্রাপ্ত হয়, সেই তিনটি অবস্থা তমসাচ্ছন্ন অবস্থা বলিয়া এখানে উল্লেখিত হইয়াছে। অবস্থাগুলিঃ (১) শুক্র-বীর্য, (২) জমাট রক্তাবস্থা, (৩) মাংস-পিণ্ড অবস্থা, অথবা ৮৬ঃ৭-৮,৩ঃ৭এবং১৬ঃ৭৯-তে বর্ণিত তিনটি আকৃতি, গর্ভকালীন তিনটি শঙ্কটময় অবস্থা যথাঃ (১) দ্বিতীয় ও তৃতীয় মাসের মধ্যবর্তী সময়, (২) তৃতীয় হইতে পঞ্চম মাস পর্যন্ত সময়, (৩) অষ্টম মাস এই তিনটি পর্যায়েই গর্ভপাতের আশংকা বিদ্যমান থাকে।