২৫৬

ইসলামকে কবুল করা এবং ইহার বাণীকে রূপায়িত করা কুসুমাস্তীর্ণ পথে সম্ভব নহে। তাই মুসলমানকে সতর্ক করা হইয়াছে যে, তাহাদিগকে অগ্নি-পরীক্ষা, ত্যাগ-তিতিক্ষা ও দুঃখ-যন্ত্রণার মধ্য দিয়া পথ অতিক্রম করিতে করিতে মহোত্তম পূর্ণতা অর্জন করিতে হইবে।