২৫৫৭

এখানে ‘মিনহা’র ‘হা’ শব্দটি পরলোকের বেহেশ্‌তকে বুঝায় না। কেননা বেহেশ্‌ত এমনই এক স্থান যেখানে শয়তান কখনও প্রবেশ করিতে পারে নাই, পারে না ও পারিবে না। এবং একবার যাহাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়, তাহাকে কখনও সেখান হইতে বাহির করা হয় না (১৫ঃ৪৯)। ইহা এই পৃথিবীতে থাকাকালীনই মানুষের মনের এরূপ এক বাহ্যিক আশীষপূর্ণ অবস্থার নাম, যাহা নবী আগমনের পূর্বাহ্নে মানুষ বাহ্যতঃ উপভোগ করিয়া থাকে।