২৫৪৭

অনুসারীরা তাহাদের ভ্রান্ত নেতৃবর্গকে এই বলিয়া দোষারোপ করিবে ও অভিশাপ দিবে যে, তাহারাই তাহাদিগকে অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত করিয়াছে। ইহা মানুষের স্বাভাবিক প্রকৃতি যে, যখন সে নিজের মন্দ কাজের কুফলের সম্মুখীন হয়, তখন সে অপরের কাঁধে দোষ চাপাইবার চেষ্টা করে।