যখন অবিশ্বাসীদের নেতাগণ তাহাদের অনুসারীর একদলকে দোযখের দিকে আসিতে দেখিবে, তখন তাহাদিগকে বলা হইবে, তাহাদের অনুসারীদের বিরাট বাহিনী তাহাদের সাথে নরকাগ্নিতে প্রবেশ করিবে। যেহেতু অনুসারীরা অন্ধের মত যুক্তিহীনভাবে তাহাদের নেতাগণের পিছনে পিছনে ছুটিয়াছে এবং সত্যকে বুঝার জন্য একটু চিন্তা করারও প্রয়াস পায় নাই, সেইহেতু তাহারা এখন নরকাগ্নির দিকে দ্রুতবেগে প্রবেশ করিবে।