২৫৪৩

হিসাবের দিন। প্রত্যেক জাতির জন্যই জাতীয় হিসাবের দিন আসে, সেদিন সেই জতি ইহার কাজকর্মের ফলশ্রুতিরূপে পুরস্কার বা শাস্তিপ্রাপ্ত হইয়া থাকে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক জাতির জন্য ইহলোকেই এইরূপ একটি হিসাবের দিন আসে। পরলোকে তো আছেই।