৮৩ আয়াতে, আইউব (আঃ)-কে আদেশ করা হইয়াছিল যে, তিনি যেন তাহার বাহনকে অতিদ্রুত চালাইবার জন্য পায়ের দ্বারা আঘাত করেন আর এই আয়াতে তাঁহাকে আদেশ করা হইতেছে। তিনি যেন বাহন পশুটিকে খর্জুরপত্রের দ্বারা তাড়াতাড়ি চলিবার তাড়া দেন, যাহাতে তাড়াতাড়ি ঈপ্সিত নিরাপদ স্থানে পৌঁছাইতে পারেন।