আল্লাহ্র আদেশে আইউব (আঃ) সর্বস্ব ত্যাগ করিয়া যখন বিদেশের উদ্দ্যেশ্যে যাত্রা করিলেন, সেই ভ্রমণরত অবস্থায় আল্লাহ্ তাঁহাকে শুধু প্রয়োজনীয় খাদ্যপানিই যোগান নাই বরং তাঁহার পরিবার ও আত্মীয়স্বজনকেও তাঁহার সাথে একত্রিত করিয়াছিলেন, যাহাদের কাছ হইতে তিনি পৃথক হইয়া পড়িয়াছিলেন। ইহা সম্ভবপর যে, আউইব (আঃ)-এর চর্মরোগটিকে ছোঁয়াচে ও সংক্রামক মনে করিয়া তাঁহার স্বজনেরা তাঁহার সংসর্গ ত্যাগ করিয়াছিল।