২৫৩৬

আইউব (আঃ)-কে বলা হইল, ‘তুমি তোমার (বাহনকে) পা দিয়া আঘাত কর’(অর্থাৎ তাড়াতাড়ি হিজরত কর) যাহাতে তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছাইতে পার। যেহেতু যাত্রা-পথ অত্যন্ত কষ্টসাধ্য, দীর্ঘ ও প্রাণান্তকর ছিল, সেজন্য তাহাকে সান্ত্বনা বাক্য দ্বারা জানানো হইল যে, সম্মুখ পথে অদূরে সুমিষ্ট ঠাণ্ডা পানির ঝর্ণা রহিয়াছে, সেখানে পৌঁছিয়া তিনি তৃষ্ণা নিবারণ, গোসল করণ ও শ্রান্তি বিনোদন ইত্যাদি কাজ সম্পাদন করিতে পারিবেন৷ অথবা ইহাও হইতে পারে যে, যেহেতু আইউব (আঃ) এক প্রকারের চর্মরোগে আক্রান্ত ছিলেন, সেইহেতু আল্লাহ্‌তা’লা তাহাকে একটি নির্দিষ্ট ঝর্ণায় যাইয়া গোসল করিতে উপদেশ দিলেন, উহার পানির মধ্যে উক্ত রোগনাশক রাসায়নিক পদার্থ ছিল। দেশত্যাগের জন্য যে রাস্তা দিয়া আইউব (আঃ) অতিক্রম করিয়াছিলেন, সেই রাস্তার পার্শ্বে কতিপয় জলাশয় ও ঝর্ণাধারা ছিল বলিয়া মনে হয়।