২৫২৮-ক

‘সফেনাত’ হইল ‘সাফেনাহ্’ শব্দের বহুবচন এবং এই ‘সাফেনা’ হইল ‘সফিল’ শব্দের স্ত্রীলিঙ্গ। সাফেন-এর অর্থ সর্বশ্রেষ্ঠ জাতের আরবী ঘোড়া, যাহারা তিনপায়ের উপর ভর করিয়া দাড়ায় এবং চতুর্থ পায়ের ক্ষুরের শেষাংশ মাত্র মাটিতে ছোঁয়াইয়া রাখে।