‘অতীব কল্যাণময় (কিতাব)’ কুরআনে সকল ধর্মের মৌলিক ও বিশ্বজনীন চিরস্থায়ী, অমর শিক্ষাগুলিতো আছেই, পরন্তু বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়াবলীও ইহাতে লিপিবদ্ধ আছে। মানুষের প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়বলীও ইহাতে লিপিবদ্ধ আছে। মানুষের প্রয়োজনে আসিতে পারে এরূপ কোন বিষয়ই কুরআনে বাদ দেওয়া হয় নাই। ‘মোবারক’ শব্দের অর্থ ইহাই।