‘গাফার্না লাহু’ বাক্যটির অর্থ হইতে পারে আমরা তাহাকে নিরাপত্তা দিলাম’ বা ‘আমরা তাহার কার্য সিদ্ধ করিলাম’ (লেইন)। পরের বাক্যটি ‘নিশ্চয় তাহার জন্য আমাদের দরবারে নৈকট্য এবং উত্তম আশ্রয়স্থল নির্ধারিত আছে।’ আল্লাহ্তা’লার এই উক্তি হইতে ইহাই সাব্যস্ত হয় যে, দাউদ (আঃ)-এর কোন নৈতিক দোষ বা আধ্যাত্মিক দুর্বলতা ছিল না। বাইবেল (২ শমূয়েল ১১ঃ৪,৫) দাউদ (আঃ)-কে যৌন অপরাধী বলিয়া নিকৃষ্ট অভিযোগ করিয়াছে। কুরআনের উপরিল্লিখিত বাক্যটি অত্যন্ত দৃঢ়ভাবে ও কার্যকরীভাবে উক্ত অভিযোগ খণ্ডন করিয়াছে।