‘ফাওয়াক’ ঐ সময়টুকুকে বুঝায়, যাহা দুটি দুগ্ধ দোহনের মধ্যে অতিবাহিত হয়; বাচ্চাকে দুইবার দুগ্ধ খাওয়ানোর মধ্যবর্তী সময়কেও ফাওয়াক বলা হয়, দুধ দোহাইবার সময় বাঁট টানিয়া পুনরায় বাঁট ধরা অর্থাৎ দুইবার বাঁট-টানার মধ্যবর্তী সময়টুকু ‘ফাওয়াক’ (লেইন)।