২৫২

এখানে বদরের যুদ্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। আল্লাহ্‌ মেঘ এবং বৃষ্টি পাঠাইয়া (বুখারী) আপন প্রতিশ্রুতি অনুযায়ী (২৫ঃ২৬) বিশ্বাসীগণকে সাহায্য করিয়াছিলেন এবং ফিরিশ্‌তাগণকে পাঠাইয়া (৮ঃ১০) বিশ্বাসীগণের মনোবল ও সাহস বৃদ্ধি ও অবিশ্বাসীদের অন্তরে ভীতির সঞ্চার করিয়াছিলেন (৮ঃ১৩)। অবিশ্বাসীদের কেহ কেহ সত্য সত্যই ফিরিশ্‌তাগণকে দেখিয়াছিল বলিয়া বর্ণিত আছে (জুরকানী)।