এই আয়াতটিতে যুগপৎভাবে চ্যালেঞ্জ ও একটি ভবিষ্যদ্বাণী আছে। চ্যালেঞ্জটি হইল এই—হে অবিশ্বাসীগণ! তোমরা স্ব স্ব জাতির শক্তি ও সামর্থসমূহ একত্রিত করিয়া সকলে মিলিয়া একযোগে মিত্রশক্তি গঠন করতঃ ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করিতে আগাইয়া আস।আর ভবিষ্যদ্বাণীটি হইলঃ তোমাদের এই সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে, যদি ব্যবহার করার দুঃসাহস দেখাও, তাহা হইলে তোমরা শোচনীয়ভাবে নির্মূল হইয়া যাইবে জোরালো ভবিষ্যদ্বাণীটি অতি শান-শওকতের সহিত অক্ষরে অক্ষরে খন্দকের যুদ্ধের সময় পূর্ণ হইয়াছিল।