ইহা মক্কা-পতনের দিনকে নির্দেশ করিতেছে বলিয়া মনে হয়। মক্কার মোশরেকদের জন্য ঐদিনটি একটি ভীষণ দুর্দিন ছিল।দশ সহস্রের মুসলমান বাহিনী বিজয়ীবেশে মক্কায় প্রবেশ করিয়াছিল। যেহেতু ইসলামের বিরুদ্ধে তাহাদের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হইল এবং ইসলাম অবিশ্বাসীদের উপরে গৌরবময় সফলতা লাভ করিল, তাই তাহাদের মর্মবেদনা ও লাঞ্ছনার পাত্র পরিপূর্ণ হইল।