২৫০৪

সদোম ও ঘমোরা যে দুই শহরে লুত (আঃ) আল্লাহ্‌র বাণী প্রচার করিতেন, আরবের বাণিজ্য বহরগুলি সিরিয়া যাইবার পথে দিনে ও রাত্রে সেই শহর দুইটি অতিক্রম করিত।শহর দুইটি ছিল সদর রাস্তার উপরে। কুরআনের অনত্র বলা হইয়াছে, শহরগুলি যে রাস্তার উপর অবস্থিত ছিল, সেই রাস্তাগুলি এখনো বিদ্যমান আছে (১৫ঃ৭৭)।