২৫০২

বা’ল একটি মূর্তির নাম, যাহাকে ইলিয়াস নবীর জাতি পূজা করিত।এই জাতি সূর্যের উপাসক ছিল। সিরিয়ায় বা’ল বাক্ক (লেইন) নামে একটি শহর আছে। এর অধিবাসীরা সূর্য দেবতাকে পূজা করিত। বা’ল ঐ সূর্য-দেবতার নামও হইতে পারে।