২৫০০

‘এবং আমরা তাহার উপর বরকত নাযেল করিয়াছিলাম’ দ্বারা হযরত ইব্‌রাহীম (আঃ)-এর বংশকে ইসলামের মাধ্যমে আশিসমণ্ডিত করার কথা বলা হইয়াছে। কেননা হযরত ইস্‌হাকের নাম ও তাঁহার আশিসপ্রাপ্তি পৃথকভাবে উল্লেখ করা হইয়াছে।